টিফিনের ফাঁকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কিছুক্ষন… | অর্থনীতির ৩০ দিন | তথ্যবহুল অর্থনীতির নতুন দিগন্ত

সম্পাদক প্রকাশক : অর্থনীতির ৩০ দিন

ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অব.),:  সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর/সিইও। * সেনাবাহিনীতে ২৭ বছর কমিশনপ্রাপ্ত চাকুরি করার পর, তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম একজন পদাতিক ব্রিগেড, এবং একটি পদাতিক ব্যাটালিয়নের নেতৃত্ব দেন। সেনাবাহিনী ও ডিভিশন সদর দফতরে গুরুত্বপূর্র্ণ স্টাফ ছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা সহ সেনাবাহিনীর উল্লেখযোগ্য প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের সিনিয়র সামরিক উপদেষ্টা নিয়োগ সহ মোজাম্বিক, লাইবেরিয়া এবং পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের সাথে তিনি দীর্ঘদিন সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ০১ আগস্ট ২০১৩-এ সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ অপারেশনস্ হিসেবে যোগদান করেন। উপযুক্ত কর্মকৌশল এবং যোগ্যতার ধারাবাহিকতায় ১০ মার্চ ২০১৭ তারিখে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইওর দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে সার্টিফিকেট এবং স্নাতকোত্তর ডিপ্লোমাসহ যুক্তরাজ্যের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে এইআইআই (AEII) সার্টিফিকেট সহ নন-লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন।
তিনি কর্মীদের অনুপ্রেরণা এবং সিদ্ধান্ত গ্রহণ এবং লক্ষ্য নির্ধারণ উভয় ক্ষেত্রেই জড়িত থাকার মাধ্যমে আধুনিক নেতৃত্ব পদ্ধতির প্রয়োগে পারদর্শী। মালয়েশিয়া থেকে ব্যাংক অ্যাসুরেন্স এবং এভিয়েশন ইন্স্যুরেন্সের উপর তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে। তিনি তার চিত্তাকর্ষক কৌশল এবং বীমা খাতের প্রতি দৃষ্টিভঙ্গি দিয়ে সাফল্য অর্জন করেছেন।
এগুলো ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম তার সামাজিক দায়িত্ব পালনে উৎসাহী। তিনি কুর্মিটোলা গল্ফ ক্লাব, আর্মি গল্ফ ক্লাব, সাভার, ময়নামতি গল্ফ এবং কান্ট্রি ক্লাব, ঢাকা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাবের সদস্য। 
বিস্তারিত