ইন্সুরেন্স সম্পর্কে জানুন, নিজেকে আপডেট রাখুন …

মিডিয়া টিম , সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড

বীমা সম্পর্কে সাধারণ মানুষকে স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশক্রমে নিম্ন লিখিত প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে প্রকাশ করা হল । এই ভিডিওতে ধারণকৃত সকল তথ্য ও চিত্র সকলের জন্য উন্মুক্ত থাকলেও তা সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর সম্পত্তি বলে বিবেচিত হবে । কোন অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ভিডিওগুলো প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হলো ।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এর বীমা পরিকল্পসমূহ

বীমা কী এবং কেন প্রয়োজন ?

বীমার ধাপসমূহ কী কী ?

প্রিমিয়াম কী , প্রিমিয়ামের হার কিভাবে নির্ধারণ করা হয় , মোট বীমা অংক কী ?

বীমা চুক্তি ও বীমা প্রস্তাব কী ?

বীমা চুক্তি করতে হলে গ্রাহককে কী কী তথ্য ও কাগজপত্র দিতে হয়

বীমা গ্রাহককে কী কী বিষয়ে যাচাই করতে হয় ?

প্রিমিয়াম কেন বিনিয়োগ করা হয় ?

বীমা কর্মকতা (এজেন্ট) কী এবং কী কাজ করে ?

সার্ভেয়ার কী এবং কী কাজ করে ?

বীমাকারী কীভাবে বীমা দাবি পরিশোধ করে?

কম্প্রিহেন্সিভ ও থার্ডপার্টি মটর ইন্সুরেন্স কী এবং কোনটির কী কী সুবিধা রয়েছে

রিইন্সুরেন্স কী এবং এর সুবিধা কী ?

বীমা দাবি প্রাপ্তির জন্য গ্রাহককে কী কী করতে হবে ?

ন্যায্য বীমা দাবি নির্দিষ্ট সময় সীমার মধ্যে পরিশোধ না করলে বীমাকারী কী হারে সুদসহ দাবি পরিশোধ করবে?

ক্ষতিগ্রস্ত গ্রাহক প্রতিকারের জন্য কোথায় কোথায় অভিযোগ দাখিল করবে ?

পলিসি ও পরিকল্পের সুবিধাসূহের বর্ণনা